Tuesday, March 21, 2017

thumbnail

ব্রোনোর সমস্যা কিভাবে দূর করা যায় ?

সুন্দর মুখ বলতে বোঝায় দাগ ছোপ বিহীন ,পরিষ্কার ও উজ্জ্বল ত্বক কিন্তু সে ক্ষেত্রে আজকাল মুখে ব্রোনোর উৎপাত এ মুখ হয়ে ওঠে বিশ্রী. ব্রণ কম বয়স থেকে বেশি বয়স সকলের কাছেই একটি সমস্যা. বিভিন্ন কারণে এ ব্রণ হয়ে থাকে শরীরে হরমোন পরিবর্তনের জন্য ১৩-১৬ বছর বয়েসে খুব ব্রণ সমস্যা হয়ে ছেলে-মেয়ে উভয়েরই ,তাছাড়া তৈলাক্ত ত্বক ,নিয়মিত মুখের যত্ন না নেওয়া ইত্যাদি কারণে স্কিনে ফাঙ্গাস ইনফেকশন, পেট  পরিষ্কার না থাকলে, মাথার ত্বক পরিস্কার না থাকলে,কিন্তু সব কিছুর ই প্রতিকার আছে,এখানে যে প্রতিকার এর কথা দাওয়া হলো তা হারবাল এবং অত্যন্ত ভাবে কার্যকর.
Remedy for Acne
home made remedies for pimples


১ -ছাতু,নিমপাতা,লেবুর রস,মিশিয়ে ১০-টো মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন,১ মাসে অন্তত ১২ দিন.
২- ১ চামচ নিমপাতা রস,২ চামচ মধু,১/২ ক্যালমোচ হলুদ বাটা ,১ চামচ বেসন মিশিয়ে লাগালে ব্রণ কমে. 
৩- জায়ফল বেটে ব্রণ তে লাগান উপকার নিশ্চিত.
৪- সাদা চাসন্দান ও গোলাপ জল মিশিয়ে প্রতি রাতে লাগান বা ২-৩ দিন.
৫- কর্পূর ভেজানো জল দেহের অন্য কোনো স্থানে ব্রণ হলে লাগান.
৬- নিমপাতা,চন্দন.হলুদ বাটা মিশিয়ে লাগান,৩-৪ দিন  
৭- কালো সর্ষে,সাদা ধুনো,লোধ ছাল ১ চামচ করে সব কোটি নিয়ে ভালো করে ধুয়ে বেটে নিয়ে মুখে লাগালে ব্রণ কমবে.

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

চুল পড়া কি ভাবে কমানো যাবে ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments