Wednesday, May 10, 2017

thumbnail

শরীরে বিভিন্ন জায়গা তে কালো ছোপ উঠবার পদ্ধতি - জেনে নিন!

খুব সহজ উপায়ে একটু ধৈর্য নিয়ে কয়েকটা বিষয়ে অনুসরণ করলেই ব্রণ, ফোঁড়া, রোদে পড়া এই সব বিভিন্ন দাগ থেকে মুক্তি পাওয়া যায়.

১)পুরানো টক দই ও সামান্য বিট নুন মিশিয়ে ৪-৫ দিন সপ্তাহে লাগান .

২) কাঁচা হলুদ,বেসন র টক দই একসাথে করে ৪-৫ দিন ব্যবহার করুন 

Beauty Tips
How to remove black spot from skin

.
৩)ক্লিনিংজিঙ্ক  মিল্ক ও চিনি মিশিয়ে ব্যবহার করুন ৪-৫ দিন.

৪) গাজর বাটা/রস ,মুলতানি মাটি,কমলা লেবুর রস ,পাতিলেবুর রস একসাথে মিশিয়ে ১/২ ঘন্টা লাগিয়ে রাক্ষুন তারপর জল দিয়ে ধুয়ে নিন.৩ দিন.

৫)দুধের সোর্,কাঁচা হলুদ বাটা মিশিয়ে লাগান.দাগ-ছোপ দূর হবে.

৬)ছানা ও বেসন একসাথে মিশিয়ে লাগিয়ে নিন,,২-৩ দিন.৭) গাদা ফুলের  পাপড়ি,চন্দন,মধু,দুধ একসাথে মিশিয়ে 20 মিনিট লাগিয়ে রাখুন.
এগুলির মধ্যে যেকোনো একটি ব্যবহার করুন সুফল বাঞ্চনীয়. কেউ চাইলে নিয়মিত একটু আলু/শশার রস ও ব্যবহার করতেই পারেন, তবে নিয়মিত এক্ষেত্রে.

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

দৈনন্দিন রূপ চর্চার সহজ কিছু টিপস ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 


Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments